Logo Logo

টেকনোক্র্যাট সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি হামাস


Splash Image

গাজা উপত্যকার প্রশাসনিক দায়িত্ব প্রস্তাবিত টেকনোক্র্যাট সরকারের কাছে হস্তান্তরে রাজি হয়েছে সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস।


বিজ্ঞাপন


শুক্রবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে হামাসের হাইকমান্ড জানিয়েছে, তারা আশা করছে প্রস্তাবিত টেকনোক্র্যাট সরকার গাজার প্রশাসন দক্ষভাবে পরিচালনা করবে, বাসিন্দাদের প্রয়োজনীয় পরিষেবা নিশ্চিত করবে এবং আন্তর্জাতিক সম্প্রদায় ও আরব দেশগুলোর সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রাখবে।

গাজায় যুদ্ধবিরতি ও প্রশাসনিক পরিবর্তন নিয়ে চলমান পরিস্থিতিতে এ সিদ্ধান্ত আসে কায়রোতে মিসরের কর্মকর্তাদের সঙ্গে হামাস নেতাদের সাম্প্রতিক বৈঠকের পর। হামাসের হাইকমান্ড উল্লেখ করেছে, “গাজায় স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের লক্ষ্য অর্জনে সকল ফিলিস্তিনি রাজনৈতিক দল ও গোষ্ঠীর সঙ্গে আমরা আলোচনার পথ খুলে দিতে চাই।”

গত ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ পয়েন্টের একটি নতুন যুদ্ধবিরতি পরিকল্পনা পেশ করেন। এ পরিকল্পনায় ইসরায়েল ও হামাস উভয়ই সম্মতি জানায় এবং ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী, যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে গাজায় আটক ইসরায়েলি জিম্মি ও ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনিরা মুক্তি পাবেন। এছাড়া ত্রাণ সরবরাহ বাধামুক্ত করা হবে। যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের শেষে গাজায় একটি নিরপেক্ষ, অরাজনৈতিক ও অসামরিক সরকার গঠন করা হবে, যা ‘টেকনোক্র্যাট’ সরকারের নামে পরিচিত।

এর আগে হামাস জানিয়েছিল, তারা প্রস্তাবিত টেকনোক্র্যাট সরকারের অংশ হতে চায় এবং সরকারের নিরাপত্তা বিভাগের দায়িত্ব নিতে আগ্রহী। তবে বৃহস্পতিবার মিসরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর এই অবস্থান থেকে সরে আসে গোষ্ঠীটি।

মিসরের সঙ্গে হামাসের দীর্ঘদিনের আস্থা ও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যস্থতাকারী হিসেবে তিনটি দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে— মিসর, যুক্তরাষ্ট্র এবং কাতার।

বৃহস্পতিবার মিসরের সঙ্গে বৈঠকের পাশাপাশি হামাস ফাতাহের নেতাদের সঙ্গেও আলোচনা করেছে। বৈঠক শেষে হামাসের হাইকমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, তারা গাজা ও ফিলিস্তিনে স্থিতিশীল শান্তি ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সকল রাজনৈতিক দল ও গোষ্ঠীর সঙ্গে সমন্বয় করতে প্রস্তুত।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...