রেল যোগাযোগে ত্রিমুখী অংশীদারিত্বে এগোচ্ছে আফগানিস্তান। ছবি:- সংগৃহীত
বিজ্ঞাপন
আঞ্চলিক রেল যোগাযোগ জোরদারের পথে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে আফগানিস্তান। দেশটি ইরান ও তুরস্কের সঙ্গে ত্রিমুখী রেল সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে, যা মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক সংযোগকে নতুন গতি দেবে বলে মনে করা হচ্ছে।
তালেবান প্রশাসনের জনপূর্ত মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রেললাইন উন্নয়ন ও আন্তর্জাতিক কার্গো ট্রানজিট সম্প্রসারণে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আশরাফ হাকশেনাস জানান, তুরস্কে অনুষ্ঠিত ৩৬তম ইউআইসি এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সমাবেশ চলাকালে তিন দেশের প্রতিনিধিরা চুক্তিতে সই করেন।
চুক্তির আওতায় খাফ–হেরাত রেললাইনটি মাজার-ই-শরিফ পর্যন্ত সম্প্রসারণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে আফগানিস্তান মধ্য এশিয়া ও ইউরোপের রেল করিডোরের সঙ্গে আরও সরাসরি যুক্ত হবে। প্রকল্প বাস্তবায়নে তিন দেশই প্রযুক্তিগত, আর্থিক ও মানবসম্পদ সহযোগিতা করবে।
এছাড়া, চুক্তিতে আন্তঃসীমান্ত কার্গো ট্রানজিট সহজীকরণ, রেল পরিবহন সক্ষমতা বৃদ্ধি এবং তিন দেশের মধ্যে প্রযুক্তিগত ও শিক্ষাগত সহযোগিতা জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই ত্রিমুখী রেল চুক্তি শুধু আফগানিস্তানের অর্থনৈতিক সংযোগ নয়, বরং দক্ষিণ ও মধ্য এশিয়ার বাণিজ্যিক কাঠামোকেও নতুন দিকনির্দেশনা দেবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...