বিজ্ঞাপন
তিনি বলেন, "আমরা আজ সকাল ১১টা থেকে পুরো রুটে অপারেশন শুরু করেছি।"
উল্লেখ্য, গতকাল (রবিবার) দুপুরে মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলার থেকে একটি বিয়ারিং প্যাড নিচে পড়ে গেলে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে একজন পথচারী নিহত হন এবং দুজন আহত হন। এই দুর্ঘটনার পরপরই জনসাধারণের নিরাপত্তার স্বার্থে পুরো পথে মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
দুর্ঘটনার পর পরিষেবা বন্ধ থাকলেও, পরে আংশিকভাবে ট্রেন চলাচল শুরু করে ডিএমটিসিএল। গতকাল বিকেল ৩টার দিকে আগারগাঁও-উত্তরা সেকশনে এবং সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল-শাহবাগ সেকশনে মেট্রো ট্রেন চলাচল শুরু হয়েছিল। তবে দুর্ঘটনা কবলিত স্থান সংলগ্ন শাহবাগ-আগারগাঁও সেকশনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
গতকালকের দুর্ঘটনার প্রায় সাড়ে ২৩ ঘণ্টা পর ৪৩৩ নম্বর পিলারে বিয়ারিং প্যাড বসানোর কাজ শেষ করতে সক্ষম হয় ডিএমটিসিএল। এর পরই নিরাপত্তা নিশ্চিত করে আজ সকাল ১১টা থেকে পুরো রুটে মেট্রো ট্রেন চলাচল শুরু করা হলো।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...