বিজ্ঞাপন
সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ সাতক্ষীরা শহরের হোটেল টাইগার প্লাস সম্মেলন কক্ষে রূপান্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরা জেলায় কর্মরত বিভিন্ন এনজিও ও সিএসও প্রতিষ্ঠানসমূহ এক প্ল্যাটফর্মে এসে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে মানব পাচারবিরোধী তথ্য, প্রচার ও সচেতনতা কার্যক্রমের ছবি ও বার্তা শেয়ার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন অগ্রগতির নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, আই হেডের নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, মিডার নির্বাহী পরিচালক দুলাল চন্দ্র দাস, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, আরার নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ, ক্রিসেন্টের নির্বাহী পরিচালক এ কে এম আবু জাফর সিদ্দিক, প্রেরণার ফিল্ড কো-অর্ডিনেটর মুন্না শর্মা, মৌমাছির চেয়ারম্যান রঞ্জন বর্মন, পরিত্রাণের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোহাম্মদ রবিউল ইসলাম, জাস্টিস ফর কেয়ারের ইউথ লিডার মাসুদ রানা, ব্র্যাকের ম্যানেজার কৌশিক বিশ্বাস, অগ্রগতির কেস ম্যানেজার মো. জিয়াউল ইসলাম, সিটিআইপি সদস্য সাবিরুল ইসলাম ও শাম্মি আক্তার রিতা।
সুইজারল্যান্ড এম্বাসেডরের সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে আশ্বাস প্রকল্প–এর রূপান্তরের প্রোজেক্ট কো-অর্ডিনেটর সুবল কুমার ঘোষের সঞ্চালনায় সভায় বিষয়ভিত্তিক মাল্টিমিডিয়া উপস্থাপন করেন সিটিআইপি সদস্য কর্ণ বিশ্বাস।
সভায় বক্তারা মানব পাচার প্রতিরোধে একযোগে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, “মানব পাচার শুধু একটি অপরাধ নয়, এটি মানবতার বিরুদ্ধে যুদ্ধ। সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে।
সভায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ মানব পাচার প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...