বিজ্ঞাপন
এনডিটিভির প্রতিবেদনের অনুযায়ী, চিনার কর্পসের এক বিবৃতিতে বলা হয়েছে, লাইন অব কন্ট্রোল বরাবর সম্ভাব্য অনুপ্রবেশের বিষয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেরান সেক্টরে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, সীমান্তে সতর্ক অবস্থায় থাকা সেনারা সন্দেহজনক ঘোরাফেরার শনাক্ত করে অনুপ্রবেশকারীদের চ্যালেঞ্জ জানায়। এসময় প্রতিহিংসামূলক গুলিবর্ষণ শুরু করলে নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালায়।
চিনার কর্পস আরও জানিয়েছে, অভিযান এখনও চলমান রয়েছে এবং নিরাপত্তা বাহিনী ওই এলাকায় অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।
এর আগে, গত ১৪ অক্টোবরও কুপওয়ারায় লাইন অব কন্ট্রোল বরাবর অনুপ্রবেশ রোধ করতে গিয়ে ভারতীয় সেনাদের হাতে দুই সন্ত্রাসীর মৃত্যু হয়েছিল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...