Logo Logo

বাংলাদেশকে এশিয়ার ম্যানুফ্যাকচারিং হাব বানাতে চীনা বিনিয়োগকারীদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান


Splash Image

বাংলাদেশকে একটি শক্তিশালী ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে চীনা বিনিয়োগকারীদের সরাসরি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস।


বিজ্ঞাপন


আজ রোববার রাজধানীর মাল্টিপারপাস হলে দিনব্যাপী চীন-বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এই সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ ও চীন সরকার যৌথভাবে।

অধ্যাপক ইউনূস বলেন, “বাংলাদেশে তৈরি পোশাক, কৃষিপণ্য, জ্বালানি, পাট ও তথ্যপ্রযুক্তি খাতে বিশাল বিনিয়োগ সম্ভাবনা রয়েছে। আপনারা বাংলাদেশে আসুন, বিনিয়োগ করুন, আর এ দেশকে একটি ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করুন।”

তিনি আরও জানান, বাংলাদেশের জনশক্তির প্রায় অর্ধেকের বয়স ২৬ বছরের নিচে। এ তরুণ প্রজন্ম দক্ষ ও কর্মক্ষম, যারা শিল্পখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে প্রস্তুত। চীনা ব্যবসায়ীদের এই তরুণ জনশক্তিকে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

সম্মেলনে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ উভয় দেশের শীর্ষ পর্যায়ের বাণিজ্যিক ও কূটনৈতিক ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

উল্লেখযোগ্য যে, সম্মেলনে চীনের শতাধিক কোম্পানির প্রায় ২৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশ নেন। এ আয়োজনে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, শিল্প অবকাঠামো, শ্রমবাজার ও নীতিমালার ওপর বিস্তারিত আলোচনা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...