Logo Logo
রাজনীতি

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে চীন : বিএনপি


Splash Image

ছবি : সংগৃহীত।

চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েডং বলেছেন, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা করে তার দেশ। তিনি একইসঙ্গে জানান, নতুন সরকারের সঙ্গে কাজ করতে চীন অধীর আগ্রহে অপেক্ষা করছে।


বিজ্ঞাপন


চীনে সফররত বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে মঙ্গলবার (২৪ জুন) স্থানীয় সময় সকাল ১১টায় অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ প্রত্যাশার কথা ব্যক্ত করেন। এটি ছিল বিএনপির চলমান সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি।

বৈঠকে বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উভয় পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, যার মধ্যে রয়েছে দ্বিপাক্ষিক সহযোগিতা, অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তিগত সহায়তা ও বাণিজ্য সম্প্রসারণ।

বৈঠকে মির্জা ফখরুল বাংলাদেশের কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্যসেবা ও অবকাঠামো উন্নয়নে চীনের অব্যাহত সহায়তা কামনা করেন। তিনি বাণিজ্য অসমতা দূর করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান এবং আধুনিক প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে চীনের সহায়তা প্রত্যাশা করেন।

বিএনপি নেতারা জানান, বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে বলে তারা আশা প্রকাশ করেন।

আরও পড়ুন

গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৫৭ হাজার ২৬০, গত এক দিনে নিহত ১৩৮
গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৫৭ হাজার ২৬০, গত এক দিনে নিহত ১৩৮
মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক ৩ জন দেশে ফি‌রেছেন : আসিফ নজরুল
মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক ৩ জন দেশে ফি‌রেছেন : আসিফ নজরুল