ভোলায় বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে মঞ্চে বক্তব্য রাখছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ
বিজ্ঞাপন
"যারা বাংলাদেশ ও তার গ্রামীণ বাস্তবতা সম্পর্কে জানে না, তারাই এখন একের পর এক সংস্কার প্রস্তাব দিচ্ছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে পিআর নির্বাচন ব্যবস্থা।"
শনিবার দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিএনপির লালমোহন উপজেলা ও পৌরসভা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাফিজ উদ্দিন বলেন, “পিআর পদ্ধতিতে ভোটাররা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে ভোট দেবেন না, বরং একটি দলের পক্ষে ভোট দেবেন। এতে প্রার্থীর ব্যক্তিগত গুণাবলী, সেবার ইতিহাস বা জনগণের সঙ্গে সম্পর্ক গুরুত্বহীন হয়ে পড়ে। অথচ বিএনপি সবসময় ব্যক্তিকে বিবেচনায় নিয়ে ভোটের পক্ষে—যার চরিত্র, কাজ, ও জনসেবার মান যাচাই করে জনগণ সিদ্ধান্ত নেবে।”
তিনি আরও বলেন, “বিএনপি ও সমমনা দলগুলো এক সময় ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করেছিল। কিন্তু ড. ইউনূস ও তার উপদেষ্টা পরিষদ জনগণের কল্যাণে কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি। আহত নেতাকর্মীদের খোঁজ নেওয়া তো দূরের কথা, তাদের মূল্যায়নও করেনি।"
মেজর হাফিজ আরও বলেন, "১৬ বছর ধরে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে বিএনপি। আমরা এই সময়টাতে জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছি।”
সম্মেলনে সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা বিএনপির আহ্বায়ক তাহারাত হাফিজ অর্ক। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আ.ক. ম কুদ্দুসুর রহমান এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলা বিএনপির সমন্বয়ক আবু নাসের রহমত উল্যাহ।
বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরন, সদস্য সচিব রাইসুল আলম সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
সম্মেলনের মাধ্যমে কাউন্সিলদের ভোটে উপজেলা সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল। পৌরসভা সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সাদেক মিয়া জান্টু ও সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটোয়ারী।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...