ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারে আবারও নেমে এলো দুর্ভাগ্যজনক চোটের ছায়া। দীর্ঘ ২২ মাস পর জাতীয় দলে ফেরার ঠিক আগমুহূর্তেই নতুন করে ইনজুরিতে পড়েছেন এই তারকা ফরোয়ার্ড। ফলে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের জন্য কার্লো আনচেলত্তির ঘোষিত ব্রাজিল স্কোয়াডে জায়গা হয়নি নেইমারের।
সান্তোসের অনুশীলনে ঊরুতে চোট পান নেইমার। স্ক্যান রিপোর্টের ভিত্তিতে সান্তোস কর্তৃপক্ষ বিষয়টি ব্রাজিল ফুটবল ফেডারেশনকে (সিবিএফ) জানায়। কোচ আনচেলত্তি জানিয়েছেন, নেইমারের ইনজুরিই তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার প্রধান কারণ। যদিও আগস্টের শেষ নাগাদই সান্তোস ক্যাম্পে ফেরার সম্ভাবনা রয়েছে তার, তবুও ব্রাজিল কোচের মতে, জাতীয় দলের জন্য বর্তমানে পুরোপুরি ফিট খেলোয়াড়দেরই প্রয়োজন।
চোট কাটিয়ে ওঠার লক্ষ্যে ইতোমধ্যে জিমে পুনর্বাসন শুরু করেছেন নেইমার। ইনস্টাগ্রামে তিনি একটি ইঙ্গিতপূর্ণ স্টোরি পোস্ট করেছেন, যেখানে লেখা ছিল—‘লক্ষ্য পূরণের আকাঙ্ক্ষা, দৃঢ় সংকল্প এবং অবিচল অধ্যবসায় থেকে সাফল্য আসে। চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো সম্ভব না হলেও যারা বাধা অতিক্রম করে, তারাই প্রশংসনীয় কিছু অর্জন করে।’ এই বার্তাকে অনেকেই স্কোয়াডে না থাকার প্রতিক্রিয়া হিসেবে দেখছেন।
ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বে আগামী ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় মুখোমুখি হবে চিলির, আর ১০ সেপ্টেম্বর বলিভিয়ায় খেলবে শেষ ম্যাচ। এই দুটি ম্যাচকে ভীষণ প্রতিদ্বন্দ্বিতামূলক বলে উল্লেখ করেছেন আনচেলত্তি। তিনি বলেন, “আমাদের সেরা অবস্থায় থাকা খেলোয়াড়দের দরকার, যারা সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করতে পারবে। তাই আমরা বাছাইপর্বটি ভালোভাবে শেষ করতে চাই।”
এছাড়া নেইমারের মতো অভিজ্ঞ খেলোয়াড়কে নতুন করে মূল্যায়নের কোনো প্রয়োজন নেই বলেও জানান আনচেলত্তি। তার ভাষায়, “নেইমার কে এবং কী করতে পারে—এটা সবাই জানে। তবে জাতীয় দলে ফিরতে হলে তাকে সেরা ফিটনেসে থাকতে হবে।” একইভাবে রদ্রিগোসহ আরও কিছু খেলোয়াড়ের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন উঠলে ব্রাজিল কোচ পরিষ্কার করে বলেন, ডাক পাওয়ার একমাত্র শর্তই হলো পূর্ণ ফিট থাকা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...