Logo Logo

আবারও নিষিদ্ধ হতে পারে ভারতের ফুটবল


Splash Image

ছবি: সংগৃহীত।।


বিজ্ঞাপন


ভারতীয় ফুটবল আবারও ফিফার নিষেধাজ্ঞার আশঙ্কায় পড়েছে। তিন বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এ ধরনের সংকটে পড়তে যাচ্ছে দেশটির ফুটবল ফেডারেশন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। ইতোমধ্যেই ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) যৌথভাবে একটি কড়া সতর্কবার্তা পাঠিয়েছে এআইএফএফকে। বৈশ্বিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, ৩০ আগস্টের মধ্যে নতুন সংবিধান কার্যকর না হলে এবং ‘তৃতীয় পক্ষের হস্তক্ষেপ’ বন্ধ না হলে ভারতীয় ফুটবলকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।

ফিফা ও এএফসির পাঠানো চিঠিতে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবেকে জানানো হয়েছে, ২০১৭ সাল থেকে সংবিধান সংশোধনের প্রক্রিয়া ঝুলে আছে। সুস্পষ্ট কাঠামোর অভাবে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে বলে উল্লেখ করেছে ফিফা। তাই দ্রুত সংবিধান সংশোধন করে ৩০ অক্টোবরের মধ্যে ভারতের সুপ্রিম কোর্ট থেকে অনুমোদন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে সংবিধানকে ফিফা ও এএফসির আইন ও নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে বলা হয়েছে। চিঠিতে আরও স্পষ্ট করে জানানো হয়, সরকারি সংস্থা কিংবা কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই এআইএফএফকে স্বাধীনভাবে পরিচালিত হতে হবে।

এআইএফএফের আসন্ন সাধারণ সভায় বিষয়টির নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে ফিফা। কল্যাণ চৌবে জানিয়েছেন, আপাতত ফিফার চিঠিটি সুপ্রিম কোর্টে পাঠানো হবে এবং বিষয়টি কেন্দ্রের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রণালয়কেও জানানো হবে। পাশাপাশি দ্রুত রায় দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করা হবে।

উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২২ সালের ১৬ আগস্ট একবার নিষিদ্ধ হয়েছিল এআইএফএফ। সে সময় সুপ্রিম কোর্ট কর্তৃক নিযুক্ত প্রশাসকদের কমিটি ফেডারেশনের কাজ পরিচালনা করছিল, যা ফিফার কাছে ‘তৃতীয় পক্ষের হস্তক্ষেপ’ হিসেবে ধরা হয়। মাত্র ১৫ দিনের মাথায় নির্বাসন উঠে যায় এবং পরবর্তী নির্বাচনে কল্যাণ চৌবে সভাপতি নির্বাচিত হন। তবে চলমান পরিস্থিতিতে আবারও ভারতীয় ফুটবলের ওপর নিষেধাজ্ঞার শঙ্কা ঘনিয়ে এসেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...