ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন ক্বানি জানান, রাজধানী কাবুল থেকে দক্ষিণাঞ্চলীয় শহর কান্দহারের পথে চলাচলকারী মহাসড়কে চালকের অবহেলার কারণে একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান ২৫ জন। আহত ২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের আঘাতের মাত্রা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।
আফগানিস্তানে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা নতুন নয়। বিশেষজ্ঞরা জানান, দশকের পর দশক ধরে চলমান সংঘাতের কারণে ভাঙাচোরা সড়ক, বেপরোয়া গাড়ি চালানো এবং যথাযথ নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাবই দুর্ঘটনার মূল কারণ।
এর মাত্র এক সপ্তাহ আগেই দেশটিতে চলতি বছরের সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে একটি বাস মোটরসাইকেল ও ট্রাকের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৭৮ জন নিহত হন। নিহতদের মধ্যে ছিল ১২ জনেরও বেশি শিশু। ওই বাসে ইরান থেকে ফেরা অভিবাসী শ্রমিকরা ছিলেন।
গত বছর ডিসেম্বরে মধ্য আফগানিস্তানের একটি মহাসড়কে জ্বালানিবাহী ট্যাংকার ও ট্রাকের সঙ্গে দুটি বাসের সংঘর্ষে আরও অন্তত ৫২ জন প্রাণ হারান।
সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, দেশটিতে সড়ক দুর্ঘটনা এখন এক ভয়াবহ মানবিক সংকটে পরিণত হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...