ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
ফুটবল মাঠে আর্জেন্টিনা ও ব্রাজিলকে ঘিরে চিরপ্রতিদ্বন্দ্বী সম্পর্ক থাকলেও, দুই দেশের ফুটবলারদের ব্যক্তিগত সম্পর্ক বরাবরই বন্ধুত্বপূর্ণ। বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকার আসরে যখন লাতিন আমেরিকার এই দুই শক্তিশালী দল মুখোমুখি হয়, তখন উপমহাদেশের সমর্থকেরাও ব্রাজিল-আর্জেন্টিনা দুই শিবিরে ভাগ হয়ে যান। তবে মাঠের লড়াইয়ের বাইরের বাস্তবতা ভিন্ন—একই ক্লাবে ব্রাজিল-আর্জেন্টিনার খেলোয়াড়রা একসঙ্গে খেলেছেন বহুবার। যেমন, লিওনেল মেসির সতীর্থ হিসেবে বার্সেলোনা ও পিএসজিতে খেলেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। আবার নেইমার ও আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়াও কয়েক বছর পিএসজিতে একসঙ্গে মাঠ কাঁপিয়েছেন।
সম্প্রতি আর্জেন্টিনার অভিজ্ঞ মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়ার কাছে জানতে চাওয়া হয়েছিল, তার বর্তমান ক্লাব রোজারিও সেন্ট্রালে কাকে সতীর্থ হিসেবে পেতে চান। আশ্চর্যজনকভাবে তিনি আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির নাম বলেননি। বরং নেইমারের নাম উল্লেখ করেন। কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, নেইমারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যা এখনো অব্যাহত। নেইমার আর্জেন্টাইন ফুটবলকে ভালোবাসেন এবং রোজারিও সেন্ট্রাল-নিওয়েল’স দ্বৈরথ দেখার প্রতি সবসময় আগ্রহী ছিলেন।
রোজারিও সেন্ট্রালে শৈশবের ক্যারিয়ার শুরু করা ডি মারিয়া প্রায় দুই দশক ইউরোপে কাটানোর পর এ বছরের মে মাসে আবারও ফিরেছেন নিজের জন্মভূমির ক্লাবে। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজির মতো বড় ক্লাবে খেলার পর রোজারিওতে ফেরা তার জন্য আবেগঘন বিষয়। অন্যদিকে মেসির শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজে ফেরার সম্ভাবনা অনেক কম। হয়তো সেই কারণেই ডি মারিয়া মেসির নাম না নিয়ে নেইমারকে পছন্দের সতীর্থ হিসেবে বেছে নিয়েছেন।
ডি মারিয়া আরও বলেন, তিনি ভবিষ্যতে নেইমারকে আর্জেন্টিনায় আমন্ত্রণ জানাবেন এবং রোজারিওতে খেলতে দেখাটা হবে বিশেষ কিছু। আর্জেন্টাইন ফুটবলে বোকা জুনিয়র্স-রিভার প্লেট ম্যাচ যেমন ঐতিহাসিক, তেমনি রোজারিও সেন্ট্রাল-নিওয়েলস ওল্ড বয়েজের দ্বৈরথও ১২০ বছরের পুরোনো ইতিহাস বহন করে। গত রোববার প্রিমেরা ডিভিশনের সেই দ্বৈরথে ১-০ গোলে জিতেছে রোজারিও সেন্ট্রাল। ম্যাচটিকে আরও স্মরণীয় করে তুলেছেন ডি মারিয়া—শৈশবের ক্লাবে ফিরে এক দুর্দান্ত ফ্রি-কিক গোল করেছেন ৩৭ বছর বয়সী এই অভিজ্ঞ মিডফিল্ডার।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...