ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
বাংলাদেশের ক্রিকেটারদের স্বার্থ রক্ষায় কাজ করে আসা ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) দীর্ঘদিন কার্যত নিষ্ক্রিয় ছিল। প্রায় এক বছর বন্ধ থাকার পর অবশেষে নির্বাচনের মাধ্যমে নতুনভাবে যাত্রা শুরু করেছে সংগঠনটি। বুধবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। কোয়াবের কার্যনির্বাহী কমিটির মোট পদ সংখ্যা ১১টি হলেও ১০ পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না, প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কেবল সভাপতি পদে লড়াই হয়েছে ভোটের মাধ্যমে।
সাধারণত সভাপতি পদেও প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছিল না। তবে সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সেলিম শাহেদ এই পদে প্রার্থী হন, যাতে নির্বাচন প্রক্রিয়া শুধু ‘অটো পাসে’ শেষ না হয়। বিকেল ৩টায় বিসিবি প্রাঙ্গণে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। এ সময় ভোটাররা স্বশরীরে এবং অনলাইন—দুইভাবেই ভোট দেওয়ার সুযোগ পান। মোট ২১৫ ভোটারের মধ্যে ১৮৮ জন ভোট দেন। এর মধ্যে ১৫৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মিঠুন, আর সেলিম শাহেদ পান ৩৪ ভোট।
এর বাইরে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলি, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং ইমরুল কায়েস। এই নির্বাচনের মাধ্যমে ক্রিকেটারদের কল্যাণমূলক সংগঠন কোয়াব আবারও সক্রিয় হয়ে উঠছে বলে আশা করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...