ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
আরব আমিরাতে আজ শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেটের জমজমাট আসর। এবারের আসরে অংশ নিচ্ছে আটটি দল, যারা লড়বে একটি শিরোপার জন্য। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে প্রাইজমানি ৩ কোটি ৬৪ লাখ টাকা। তবে এই অর্থও ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার একটি ঘড়ির দামের তুলনায় খুবই সামান্য!
ভারতের হয়ে এশিয়া কাপে খেলতে যাওয়া পান্ডিয়ার হাতে দেখা গেছে বিলাসবহুল সুইস ব্র্যান্ড রিচার্ড মিলের বিশেষ সংস্করণের একটি ঘড়ি—আরএম ২৭-০৪ মডেল। টেনিস তারকা রাফায়েল নাদালের সঙ্গে যৌথভাবে তৈরি এই মডেলের ঘড়ি গোটা বিশ্বে রয়েছে মাত্র ৫০টি। দাম প্রায় ২০ কোটি রুপি, যা টাকায় দাঁড়ায় প্রায় ২৬ কোটি ৪০ লাখ। অর্থাৎ এশিয়া কাপ জিতে যে অর্থ পাওয়া যাবে, তার চেয়ে আট গুণ বেশি দামের এই ঘড়ি ব্যবহার করছেন পান্ডিয়া।
এটাই প্রথম নয়, এর আগেও পান্ডিয়ার হাতে দেখা গেছে রিচার্ড মিলের আরেকটি মডেল আরএম ২৭-০২, যার দাম প্রায় ৯ কোটি টাকা। ফ্যাশন ও বিলাসবহুল পণ্যের প্রতি অনুরাগের জন্য সবসময় আলোচনায় থাকেন ভারতের এই তারকা ক্রিকেটার।
এশিয়া কাপে এবার নতুন লুকেও হাজির হচ্ছেন পান্ডিয়া। সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি নিজের নতুন চুলের স্টাইল শেয়ার করেছেন, যেখানে তাঁকে দেখা যাচ্ছে সোনালি রঙের ব্লন্ড চুলে। নতুন টুর্নামেন্ট সামনে রেখে এভাবে চুলের স্টাইল পরিবর্তন করাটা তার জন্য নতুন কিছু নয়। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি থেকে শুরু করে আইপিএল ও বিভিন্ন টুর্নামেন্টে ভিন্ন ভিন্ন লুকে দেখা গেছে তাকে।
আজ উদ্বোধনী ম্যাচে আফগানিস্তান মুখোমুখি হবে হংকংয়ের। ভারতের প্রথম ম্যাচ আগামীকাল আরব আমিরাতের বিপক্ষে, আর ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...