বিজ্ঞাপন
হিন্দুস্তান টাইমসের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১০টার দিকে নেপালি সেনাবাহিনীর সদস্যরা দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নেন।
নেপালের প্রতিরক্ষা জনসংযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে সেনাবাহিনী সতর্ক করে জানিয়েছে, “কিছু গোষ্ঠী এই অস্থির পরিস্থিতিকে কাজে লাগিয়ে সাধারণ মানুষ এবং সরকারি-বেসরকারি সম্পত্তির মারাত্মক ক্ষতি করছে। নাগরিকদের সংযত থাকার আহ্বান জানানো হচ্ছে এবং দেশজুড়ে ধ্বংস রোধে সহযোগিতা করার অনুরোধ করা হচ্ছে।”
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ধরনের কার্যকলাপ অব্যাহত থাকলে সেনাবাহিনী অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নেবে। মোতায়েন কার্যক্রম শুরু হলে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নতুনভাবে মূল্যায়ন করা হবে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া এক ভিডিও বার্তায় জেনারেল অশোক রাজ সিগদেল বলেন, “বর্তমান কঠিন পরিস্থিতি স্বাভাবিক করা ও জাতির সর্বোচ্চ স্বার্থ রক্ষা করা সবার দায়িত্ব। আমি বিক্ষোভ কর্মসূচি স্থগিতের অনুরোধ করছি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংলাপের পথে আসার আহ্বান জানাচ্ছি।”
নেপাল রাজনৈতিক অস্থিরতার কারণে সেনা মোতায়েন এবং নিরাপত্তা ব্যবস্থার জোরদার পদক্ষেপ এবারও দেশটির নাগরিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...