বিজ্ঞাপন
নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়, এই তিনজন বিজ্ঞানী এমন এক আণবিক কাঠামো উদ্ভাবন করেছেন, যার ভেতর দিয়ে গ্যাস ও অন্যান্য রাসায়নিক পদার্থ সহজে প্রবাহিত হতে পারে। ‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক’ বা এমওএফ (Metal-Organic Frameworks) নামে পরিচিত এই কাঠামো ব্যবহার করে মরুভূমির বাতাস থেকেও পানি আহরণ, কার্বন ডাই-অক্সাইড গ্যাস সংরক্ষণ, বিষাক্ত গ্যাস জমিয়ে রাখা এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করা সম্ভব হয়েছে।
বিজ্ঞানীদের উদ্ভাবিত এই কাঠামোতে ধাতব আয়নগুলো কাজ করে কোণার খুঁটির মতো। আর এই আয়নগুলোকে যুক্ত করা হয় দীর্ঘ জৈব অণু (কার্বনভিত্তিক মলিকিউল) দিয়ে। ফলে তৈরি হয় এক ধরনের স্ফটিক, যার ভেতরে থাকে অসংখ্য বড় গহ্বর বা ছিদ্র। এই ছিদ্রযুক্ত পদার্থই হলো ‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক’, যা রসায়নের জগতে নতুন দিগন্ত উন্মোচন করেছে।
রসায়নে এখন পর্যন্ত ১১৬ বার নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে ২০১৮ সালে ৯৭ বছর বয়সে নোবেল জয় করেন জন বি গুডএনাফ। অপরদিকে সবচেয়ে কম বয়সে, মাত্র ৩৫ বছর বয়সে, ১৯৩৫ সালে এই পুরস্কার পান ফেদ্রিক জোলিয়ট।
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি প্রদান শুরু হয় ১৯০১ সালে। সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী, পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্য—এই পাঁচ খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়। পরবর্তীতে ১৯৬৯ সালে এতে অর্থনীতিকেও যুক্ত করা হয়।
বিস্ফোরক ‘ডিনামাইট’ আবিষ্কারের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করা আলফ্রেড নোবেল তার সম্পত্তি মানবকল্যাণে উৎসর্গ করে গেছেন, যা থেকেই প্রতিষ্ঠিত হয়েছে নোবেল পুরস্কার—মানব সভ্যতার সর্বোচ্চ বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক স্বীকৃতির প্রতীক।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...