ভোরের বাণী
ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ‘ডাক’ খাওয়ার বিব্রতকর রেকর্ড এতদিন ছিল সৌম্য সরকারের দখলে। তবে এবার সেই তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলার সময় টানা দ্বিতীয় ম্যাচে শূন্য রানে ফিরেই সাকিব গড়েছেন নতুন এক রেকর্ড—টি-টোয়েন্টিতে ৩২ বার শূন্য রানে আউট হওয়ার ‘অবিস্মরণীয়’ কীর্তি।
শুক্রবার ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে পিএসএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে ব্যাট করতে নেমে মাত্র দুই বল খেলে মিলসের বলে ক্যাচ তুলে ফিরেছেন সাকিব। আগের ম্যাচে করাচি কিংসের বিপক্ষেও তিনি ব্যাটিংয়ে ছিলেন নিষ্প্রভ—আউট হয়েছিলেন প্রথম বলেই। ওই ম্যাচে বোলিংয়েও কোনো সাফল্য আসেনি তার ঝুলিতে।
ইসলামাবাদের বিপক্ষে ম্যাচেও বল হাতে তিন ওভারে ২৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সাকিব। সব মিলিয়ে পিএসএলে তার পারফরম্যান্স চোখে আঙুল দিয়ে দেখিয়েছে সাম্প্রতিক ব্যাটিং দুর্বলতা এবং সামগ্রিক ছন্দহীনতা।
৩২টি ডাক নিয়ে এখন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ‘ডাক’ খাওয়ার রেকর্ড গড়েছেন সাকিব। তালিকায় তার পরে আছেন সৌম্য সরকার (৩১), ইমরুল কায়েস (২২), তামিম ইকবাল (২০) এবং মুশফিকুর রহিম (১৯)।
বিশ্ব টি-টোয়েন্টি ক্রিকেটে অবশ্য এখনো শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন, যিনি ৪৮ বার শূন্য রানে আউট হয়েছেন। এরপর আছেন রশিদ খান (৪৫), অ্যালেক্স হেলস (৪৪), গ্লেন ম্যাক্সওয়েল (৩৫), রাইলি রুশো ও পল স্টার্লিং (৩৩) এবং জেসন রয়ের (৩২) নামও রয়েছে এই ‘ডাক ক্লাব’-এর তালিকায়।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...