Logo Logo

সৌদি আরবে ৩৭ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল ও স্থগিত


Splash Image

বাংলাদেশি কর্মীসহ লাখ লাখ প্রবাসীর স্বার্থ রক্ষায় এবং রিক্রুটমেন্ট খাতে শৃঙ্খলা আনতে কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি আরব সরকার। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় (HR Ministry) সম্প্রতি ৩৭টি রিক্রুটিং অফিসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।


বিজ্ঞাপন


মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি গেজেট জানিয়েছে, এই ৩৭টি এজেন্সির মধ্যে ১০টির কার্যক্রম তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়েছে। বাকি ২৭টি অফিসকে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের অনিয়মগুলো সমাধান করতে বলা হয়েছিল, কিন্তু তারা তাতে ব্যর্থ হওয়ায় সেগুলোর লাইসেন্স সম্পূর্ণ বাতিল করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, ২০২৫ সালের তৃতীয় ত্রৈমাসিকে (জুলাই-সেপ্টেম্বর) রিক্রুটিং অফিস এবং সংস্থাগুলোতে পরিচালিত পরিদর্শন অভিযানে এই অনিয়মগুলো ধরা পড়ে। এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো রিক্রুটমেন্ট খাতকে সুশৃঙ্খল করা এবং কর্মী ও নিয়োগকর্তা—সকল পক্ষের অধিকার নিশ্চিত করা।

অভিযোগগুলোর মধ্যে রয়েছে—রিক্রুটমেন্ট কার্যক্রম ও শ্রম পরিষেবা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন, গ্রাহকদের (কর্মী বা নিয়োগকর্তা) প্রাপ্য অর্থ ফেরত দিতে অহেতুক বিলম্ব করা এবং সুবিধাভোগীদের পক্ষ থেকে আসা অভিযোগ সমাধানে চরম অবহেলা ও ব্যর্থতা। মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, শ্রম বাজারের মান উন্নত করতে এবং সেবার দক্ষতা বাড়াতে এই ধরনের তদারকি ও পর্যবেক্ষণ নিয়মিত চলবে।

সৌদি মানবসম্পদ মন্ত্রণালয় দেশটিতে গমনেচ্ছু কর্মী এবং নিয়োগকর্তাদের রিক্রুটমেন্ট সেবার জন্য শুধু অনুমোদিত জাতীয় প্ল্যাটফর্ম ‘মুসানেদ’ (Musaned) ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করেছে। এই প্ল্যাটফর্মটি অনুমোদিত সেবাদাতাদের সাথে ইলেকট্রনিক চুক্তি সম্পাদন, তাদের কাজের মূল্যায়ন, ফলো-আপ এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে অভিযোগ জানানোর সুবিধা প্রদান করে।

কোনো রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ থাকলে ‘মুসানেদ’ অ্যাপের মাধ্যমে অথবা ৯২০০০০২৬৬ (920002866) নম্বরে ফোন করে সরাসরি জানানো যাবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...