Logo Logo

গোপালগঞ্জে নবনির্মিত ডিপিইও অফিস ভবনের উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) -এর বাস্তবায়নে তিন তলা বিশিষ্ট DPEO অফিস ভবন উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


গোপালগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) -এর বাস্তবায়নে তিন তলা বিশিষ্ট DPEO অফিস ভবন উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (PEDP-4) এর অর্থায়নে নির্মিত গোপালগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের তিন তলা বিশিষ্ট একটি অত্যাধুনিক ভবন বুধবার (১২ নভেম্বর) তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠিত হয়।

উক্ত নবনির্মিত ভবনটি উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।

উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ এলজিইডি (LGED) -এর নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ জোৎস্না খাতুন, এলজিইডি -এর সিনিয়র সহকারী প্রকৌশলী মাহামুদ হাসান এবং সহকারী প্রকৌশলী মোঃ রকিবুল কবির উপস্থিত ছিলেন।

এছাড়াও প্রকল্পের পরামর্শক দলের সদস্যবৃন্দ, গোপালগঞ্জ সদর উপজেলার উপজেলা প্রকৌশলী এবং উপ-সহকারী প্রকৌশলী সহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সকল সহকারী উপজেলা শিক্ষা অফিসার (ATO) গত উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ জোৎস্না খাতুন ফুল দিয়ে ডিসি মহোদয়কে উষ্ণ অভ্যর্থনা জানান এবং বরণ করে নেন। এরপর জেলা প্রশাসক ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত তিন তলা বিশিষ্ট DPEO অফিস ভবনটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

ভবন উদ্বোধনের পর, নতুন ভবনের সভাকক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এ সভায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সকল সহকারী উপজেলা শিক্ষা অফিসার (ATO) উপস্থিত ছিলেন।

সভায় বক্তাগণ নতুন ভবনের গুরুত্ব এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এর সম্ভাব্য ইতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করেন। সভার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে, বাস্তবায়নকারী সংস্থা এলজিইডি (LGED) এর পক্ষে নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট হস্তান্তরপত্রে স্বাক্ষরের মাধ্যমে ভবনটি আনুষ্ঠানিকভাবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কাছে হস্তান্তর করেন।

সুশৃঙ্খলভাবে আয়োজিত এবং নান্দনিক এই অনুষ্ঠানটির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রাথমিক শিক্ষা বিভাগের কার্যক্রমে যুক্ত হলো, যা গোপালগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনাকে আরো গতিশীল করবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...