ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
ক্রিকেট কনফারেন্সে ফুটবল ও ফুটবলারদের নিয়ে বিসিবি পরিচালক আসিফ আকবরের কুরুচিপূর্ণ মন্তব্যের পর দেশজুড়ে সৃষ্টি হয়েছিল ব্যাপক সমালোচনা। ৯ নভেম্বরের সেই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চান। চার দিন পর বিসিবি বাফুফের সেই চিঠির আনুষ্ঠানিক উত্তর দিয়েছে।
তাবিথকে পাঠানো চিঠিতে বিসিবি সভাপতি স্পষ্ট করেন, আসিফ আকবর যে বক্তব্য দিয়েছিলেন তা সম্পূর্ণ ব্যক্তিগত এবং কোনোভাবেই বিসিবির অবস্থানকে প্রতিফলিত করে না। তিনি আরও জানান, আসিফ সেখানে বিসিবির পরিচালক হিসেবে নয়, বরং জেলা প্রতিনিধিত্বকারী কাউন্সিলর হিসেবে বক্তব্য রেখেছিলেন এবং দীর্ঘদিনের মাঠ-সংক্রান্ত জটিলতা ও হতাশা থেকেই ব্যক্তিগত ক্ষোভের বশে এমন মন্তব্য করে থাকতে পারেন।
বক্তব্যে ফুটবলারদের অপমান করায় দেশের ফুটবলাঙ্গন তীব্র নিন্দা জানায় এবং আসিফ আকবরকে বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাইতে আহ্বান জানায়। তবে এখনো তিনি ক্ষমা চাননি। এর বিপরীতে বিসিবি সভাপতি চিঠিতে দুঃখ প্রকাশ করে বলেন, এই বক্তব্যের কারণে যদি ফুটবল পরিবার বা ভক্তরা আঘাতপ্রাপ্ত হয়, তবে তা অত্যন্ত দুঃখজনক। আজ সন্ধ্যায় সোনালী অতীত ক্লাবের বৈঠকে আসিফের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত আসতে পারে বলেও জানা গেছে। দেশের দুই শীর্ষ জনপ্রিয় খেলা ফুটবল ও ক্রিকেটের মধ্যকার সম্পর্কের কথা উল্লেখ করে বিসিবি সভাপতি আশ্বস্ত করেন যে, খেলাধুলা প্রতিদ্বন্দ্বিতার নয়, বরং ঐক্যের প্রতীক; তাই সকল ক্রীড়া সংগঠনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ব্যাপারে বিসিবি প্রতিশ্রুতিবদ্ধ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...