ছবি- সংগৃহীত...ডান পাশে বিশ্ববিখ্যাত আলেম আল্লামা মুফতি তাকী উসমানী
বিজ্ঞাপন
বিশ্বের অন্যতম শীর্ষ মুসলিম স্কলার ও পাকিস্তানের বিশিষ্ট আলেমে দীন আল্লামা মুফতি তাকী উসমানীকে বাংলাদেশে আনার উদ্যোগ চলছে। চলতি বছরেই তিনি বাংলাদেশ সফর করতে পারেন বলে জানিয়েছেন আলেমরা।
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান। তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ খুব শিগগিরই বাংলাদেশে আসবেন আল্লামা তাকী উসমানী। দেশের উলামা মাশায়েখ ও তালিবে ইলমরা তাঁর সান্নিধ্য লাভ করবেন। বিশেষভাবে দারসে বুখারি ও হাদিসের মুসালসালাত পাঠেরও সুযোগ হবে।”
তবে তিনি সবাইকে অতিরিক্ত আবেগপ্রবণ না হয়ে পড়াশোনায় মনোযোগী থাকার আহ্বান জানান এবং এ সফর নিয়ে নিজস্ব কিছু না লিখে কেবল সরকারি বার্তাই শেয়ার করার অনুরোধ করেন।
এর আগে গত জুন মাসে একটি ভিডিওতে স্কলার আলেম ড. এনায়েতুল্লাহ আব্বাসী বলেছিলেন, আগামী ১৫ নভেম্বর মুফতি তাকী উসমানী বাংলাদেশে আসবেন। কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশেও তাঁর যোগদানের কথা প্রচার হয়েছিল। তবে সে সময় নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, হজের সফরে জামারাতে বাংলাদেশি এক আলেমের সঙ্গে দেখা হলে তাকী উসমানীকে বাংলাদেশ সফর প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল। তিনি স্পষ্ট করে কিছু না বললেও জানান, সফরের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরপরই ফকীহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহ.-এর দাওয়াতে বাংলাদেশ সফর করেছিলেন মুফতি তাকী উসমানী। এরপর থেকে তাঁকে আর এদেশে আনা সম্ভব হয়নি। সরকারিভাবে অনুমতি না মেলার কারণে বিভিন্ন সময় এ উদ্যোগ ব্যর্থ হয়েছে।
তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিস্থিতি অনেকটা অনুকূলে এসেছে। এদেশের আলেমরা আশা করছেন, এবার আর কোনো বাধা ছাড়াই মুফতি তাকী উসমানীর মতো বিশ্ববিখ্যাত আলেম বাংলাদেশ সফরের সুযোগ পাবেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...